সৈয়দপুরে মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০২:২৭ পিএম
সৈয়দপুরে মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীর সৈয়দপুরে মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি। মঙ্গলবার ১৪ জানুয়ারি ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ডাংগা বাজার এলাকায়। সংবাদ সম্মেলনে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রবিউল ইসলাম বলেন,আমরা এলাকাবাসি বর্তমানে প্রতিবেশী মামলাবাজ মোজাহারুল ইসলামের অত্যাচারে বড় অসহায় হয়ে পড়েছি। তিনি তুচ্ছ কোন ঘটনা হলেই এলাকার লোকজনের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। এ পর্যন্ত তিনি এলাকার লোকজনের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করেছেন। আদালতে বর্তমানে ১৪টি মামলা নিস্পত্তি হয়েছে। এখনো চলমান বাকি মামলাগুলো।

সম্প্রতি এলাকার খাতিবুল ইসলামের সাথে জমি নিয়ে দ্বন্দ্বে আরো একটি মামলা দায়ের করেন। ওই মিথ্যে মামলায় আসামি করা হয় ২১ জনকে। তাদের মধ্যে একজন ছাত্র রয়েছে। যাদের নামে মামলা দেয়া হয়েছে তাদের অনেকেই এলাকায় ছিলেন না। আমি মেম্বার হিসাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করতে গেলে তিনি আমাকে মামলার আসামি করেন। বর্তমানে আমি আদালত থেকে জামিনে রয়েছি।

এলাকার সহজ সরল লোকজনকে এতোগুলো মামলা দিয়ে তিনি হয়রানি করছেন। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে রবিউল ইসলাম,ময়নুল হক,মমিনুল ইসলাম,এলাকার সুধী মাহাবুল হক, বেলাল হোসেন,আজগার আলী বাবুল, আনোয়ার হোসেনসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে