"জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম সকাল ১১টায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। #ছবি আছে