ছাওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:১৮ পিএম
ছাওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

রংপুরের পীরগাছায় উৎসব মূখর পরিবেশে উপজেলার ছাওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় কামিয়াবাড়িী সরকারি প্রাথিমিক বিদ্যালয় হলরুমে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে মোট ২০৫ ভোটের মধ্যে ১৯৭ ভোট প্রদান করেন।শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক ও নির্বাচন প্রিসাইডিং অফিসার লুৎফর রহমান। এতে সভাপতি পদে আহসানুল হক ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সাধারন সম্পাদক পদে সাইদুল ইসলাম (সাইয়েদুল) ৬৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এসময় ইউনিয়ন সদস্য সচিব মোকারুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক শাহেদুর রহমান, মোবাইদুল ইসলাম, আবু সাঈদ, মাহাবুবার রহমান, শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, আহসানুল হক, রানা সরকার নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন। নির্বাচন পর্যবেক্ষন করেন উপজেলা বিএনপি সদস্য আজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম। পরে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে