অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ আটক

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০২:৪১ পিএম
অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশি অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ কে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। শুক্রবার দুপুরের দিকে ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়। আটককৃতরা, দৌলতপুর উপজেলার বাহিরমাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার (৩৫) এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী(২৩)। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে রজব সরকার ও দুর্জয় আলী গ্রামের বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ী তল্লাশী সহ বিভিন্ন অপকর্মের সাথে এবং পথ চলতি মানুষের মাঝে অস্ত্র প্রদর্শন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, ভেড়ামারা থানা পুলিশ অভিযান পরিচালনার সময়ে আটককৃত ব্যক্তিদেরকে সন্দেহ হলে এবং তাদের দেহ তল্লাশীর সময়ে একটি অবৈধ বিদেশী পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে বিদেশীসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা প্রস্তুতি চলছে। ভেড়ামারায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপনার জেলার সংবাদ পড়তে