ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ, নিগুয়ারী ইউনিয়ন শাখার আয়োজনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সকালে সুতাচাপুর মরহুম আঃ কাদির মেম্বার মার্কেট মাঠে ওলামা- মাশায়েখদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাগলা থানা ওলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তালেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, মাওলানা মোছলেহ উদ্দিন, এডভোকেট আতিকুর রহমান হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালনা করেন পাগলা থানা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আহসান হাবীব খোরশেদ।