খুলনার পাইকগাছায় ধারালো অস্ত্রর ভয় দেখিয়ে মাছব্যবসায়ীর নিকট থেকে টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে ছিনতায়ের ৫ হাজার টাকা উদ্ধার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মৌতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল রানা(৩৫) গত বছর ১৪ ডিসেম্বর ব্যবসার জন্য মোটরসাইকেল যোগে পাইকগাছায় আসার পথে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি শিকদার মোড়ে পৌছালে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি সোহেলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশ্ববর্তী একটি বাড়িতে আটকে রেখে নগদ ৩২ হাজার টাকা ও তার বিকাশ একাউন্ট ও নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলন করে নেয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করে। পুলিশ উন্নত প্রযুক্তি ও বিকাশের সূত্র ধরে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে তৈয়বুর রহমান বাবু(২২)কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানা, আসামি তৈয়বুর রহমান কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। শনিবার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।