কচুয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:১৪ পিএম
কচুয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক' স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা হাজেরা খাতুন হেলথ্ কেয়ার লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই) জানুয়ারি সকাল ১১ টায় কচুয়া উপজেলার হাজেরা খাতুন হেলথ্ কেয়ার লিমিটেডের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রাহাতুল ইসলাম শাকিলের সঞ্চালনায় হাজেরা খাতুন হেলথ্ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান স্বপন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক,কচুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা প্রতাপ রায়,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তুহিন খান,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি শেখ রাকিবুল হাচান, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম,সাংবাদিক খান সুমন,মোঃ ময়নুল সিকদার,খান ইমদাদুল হক সহ অত্র প্রতিষ্ঠানে দায়িত্বরত ব্যাক্তিবর্গ। এদিন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে