শৈলকুপায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:১৬ পিএম
শৈলকুপায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

ঝিনাইদহের শৈলকুপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজারে উপজেলা  বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময়  প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া। প্রধান বক্তা হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার,উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, সাবেক মেয়র খলিলুর রহমান, কেরামত আলী মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল হোসেন মোল্লা, কেরামত হোসেন মোল্লা,  পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন ভল্টা,উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম আকুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির হোসেন। কৃষক দলের সদস্য সচিব খোন্দকার কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন বিশ্বাস, পৌর ছাত্রদল আহবায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদল সদস্য সচিব রাকিবুজ্জামান, পৌর সেচ্ছাসেবকদল আহবায়ক সাদিকুর রহমান অটুল, পৌর সেচ্ছাসেবকদল সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।