গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাবারকান্দি ঈদগাহ মাঠ ময়দানে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহেসানুল হুদা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, তারেক ৩১ তফা দাবী জাতির কাছে পৌছে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার নিরীহ মানুষ থেকে শুরু করে, ছাত্র জনতা, রাজনীতিবীদদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন করতে পেরেছে জাতি। তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফ্যাস্টি সরকারের কারণে মিথ্যা জেল, হুলিয়া অনেক নেতা নিহত হয়েছেন। এ সময় আরও বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা সভাপতি জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শাহ্ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, ফ্রিডম সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মবিন খান, মোঃ বোরহান উদ্দিন, সোহরাব উদ্দিন সোহরাব প্রমুখ।