সৈয়দপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৯ পিএম
সৈয়দপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের রূপকার,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজন ছিল কেক কাটা,মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার,বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, এ্যাডঃ এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, বাবলু শেখ,শওকত হায়াৎ শাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক,কৃষক দল সভাপতি সাদেকুজ্জামান দিনার,মিজুসহ অনেকে। এ সময় তারা বলেন,শহীদ জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে