চিতলমারীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৩২ পিএম
চিতলমারীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে হুদলীয় গণতন্ত্রের রূপকার,বিএনপির প্রতিষ্ঠাতা,মহান স্বাধীনতার ঘোষক,বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯জানুয়ারি) বিকাল ৫টায়, উপজেলা সেচ্ছাসেবক দলের নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে, পবিত্র ক্বোরআন থেকে তেলোয়াত, আলোচনা সভা, দোয়া - মিলাদ মাহফিল, ও তবারক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চিতলমারী উপজেলা শাখার আহবায়ক নিয়ামত আলী খানের সভপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব কাশীনাথ বৈরাগী প্রমুখ। বক্তাগন বলেন ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৮ দফা কর্মসূচির মাধ্যমে।

আপনার জেলার সংবাদ পড়তে