চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি ) পুলিশ লাইন্স মাঠে আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। এসময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।