বিনা লাইসেন্সে সার বিক্রির অপরাধে বিক্রেতাকে অর্থদণ্ড

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৯ পিএম
বিনা লাইসেন্সে সার বিক্রির অপরাধে বিক্রেতাকে অর্থদণ্ড

দিঘলিয়া উপজেলার কামারগাতী বাজারে মোঃ হানিফ শেখকে বিনা লাইসেন্সে সার বিক্রি করার অপরাধে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন। এলাকার কৃষকরা জানান উক্ত হানিফ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন যাবত সার বাজারজাতকরণ ও বিক্রি করছিল। গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযান পরিচালনা কালে দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ উপস্থিত ছিলেন। আরো ছিলেন উপ সহকারী কৃষি অফিসার আনোয়ারুজ্জামান, মোঃ মনির হোসেন, স্বর্ণা চৌধুরী ও বাবুল কুমার মন্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে