নিকলীতে ভেকু পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৬:১২ পিএম
নিকলীতে ভেকু পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের নিকলী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কাজে নিয়োজিত ভেকু বা এসকাভেটর পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলে প্রেরণ করেন। থানা সূত্রে জানাগেছে উপজেলার ভাটি ভড়াটিয়া ধনু নদীর পাড়ে রাখা একটি এসকাভেটর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয় রাজি ও ইসহাক মেম্বার। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩২-৩৩ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তানভীর মিয়া থানায় মামলা দায়ের করেন। নিকলী থানার অফিসার ইনচার্জ জানান, এই বিষয়ে রাজিব নামে একজনকে গ্রেফতার করার পর আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে