দৈনিক সংগ্রাম করেই বেঁচে আছে: গোলাম পরওয়ার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ১১:২৬ এএম
দৈনিক সংগ্রাম করেই বেঁচে আছে: গোলাম পরওয়ার

দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে। সংগ্রামের সঙ্গে যারা অতীতে ছিলেন, এখনো আছেন এবং আগামীতে থাকবেন তাদের সবার জন্য শুভকামনা। দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান পতন, ঘাত প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরেন তিনি। র‌্যালি, আলোচনা ও সম্মাননা প্রদানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খুলনায় দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে খুলনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সত্যের সংগ্রামে নিবেদিত এ শ্লোগানকে সামনে রেখে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনা ব্যুরোর উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দৈনিক সংগ্রামের পক্ষ থেকে দু’জনকে মরণোত্তরসহ ২৬ জনকে সম্মাননা প্রদান।

যাদের সম্মাননা দেওয়া হয় তারা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ মোবারক হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ অনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাব সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোহসীন আলী ফরাজী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আনছার উদ্দিন, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাহ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের প্রতিনিধি মোঃ মিনহাজুল আবেদীন সম্পদ, ২৪ গণঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের বাবা মোঃ আজিজুর রহমান।

এছাড়া দৈনিক সংগ্রামের সাবেক খুলনা প্রতিনিধি হিসেবে যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মরণোত্তর সম্মাননা পেয়েছেন শেখ সেফারুল ইসলাম (১৯৭৯) ও শেখ বেলাল উদ্দিন (১৯৯০-২০০৫)। মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের মা বেগম মন্নুজাননেসা এবং মরহুম শেখ সেফারুল ইসলামের ছেলে শিবলি সাদিক।

দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোঃ এরশাদ আলী।

আপনার জেলার সংবাদ পড়তে