ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারের বদলে টাকা!

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৮:৩২ পিএম
ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারের বদলে টাকা!

পাবনার ভাঙ্গুড়ায় জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারের বদলে শিক্ষক-কর্মচারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় বিদ্যালয়টির ৩১ জন শিক্ষক-কর্মচারীকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৬ শিক্ষককে শোকজ করা হয়েছে। 

জানা গেছে, গত বুধবার পৌর শহরে অবস্থিত জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর রীতি অনুযায়ী বিদ্যালয়ের  শিক্ষক-কর্মচারীদেরও পুরস্কার প্রদানের কথা। কিন্তু পুরস্কারের বদলে ৩১ শিক্ষক-কর্মচারীকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। এতে ম্যানেজিং কমিটির কোন অনুমতিও নেওয়া হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফলাতুন নাহার বলেন, শিক্ষক-কর্মচারীরা নিজেদের ইচ্ছামত পুরস্কার কিনবে। তাই তাদেরকে নগদ টাকা দেয়া হয়েছে। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির  সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার  বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৬ শিক্ষককে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে। বলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে