কপিলমুনি ইউপি অনিয়ম-দূর্নীতি আর লুটপাটের মধ্যে চলছে

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৬ পিএম
কপিলমুনি ইউপি অনিয়ম-দূর্নীতি আর লুটপাটের মধ্যে চলছে

খুলনার পাইকগাছায় কপিলমুনি প্রকল্পের কাজ শেষ না করেই টাকা উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউএনও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সরেজমিনে ও কাগজপত্র দৃষ্টে দেখা যায় ২০২৩-২৪ বিবিজি অর্থের বিপরীতে গৃহীত ২ লাখ ৫০ হাজার টাকার কাজ প্রকল্প সভাপতি সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া সুলতানা কে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ও ঠিকাদার চাপ প্রয়োগে স্বাক্ষর করে টাকা উত্তোলনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউপির উদ্যোক্তাই ঠিকাদার। আরএফকিউ পদ্ধতী অনুসরনে সর্বনিম্ন দরদাতা ঠিকাদার কাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। এখানে তা অনুসরণ করা হয়নি। এমনকি প্রকল্প এলাকায় কাজের পরিমাণ, ব্যয়, সময়সীমা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন সাইনবোর্ড দেওয়া হয়নি। প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ আলী  মনোনীত সদস্যের সহযোগিতায় ইস্টিমেট অনুযায়ী কাজ শেষ না করে টাকা উত্তোলনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মালথ ছলিম গাজীর বাড়ি হতে কাজিমুছা মকছেদ গাজীর বাড়ির অভিমুখে পাশে ড্রেন নির্মাণ। অপরিকল্পিত নিম্নমান সহ ড্রেনের পাশে বিন্দু মাত্র মাটি দেওয়া হয়নি। সংরক্ষতি ইউপি সদস্য রাজিয়া সুলতানা জানান, তাকে চাপ প্রয়োগ করে স্বাক্ষর করে নেওয়া হয়েছে। এমনকি তিনি কাজ দেখেননি। উদ্যোক্তা ও চেয়ারম্যান সম্পর্কে ব্যাপক দুর্নীতির কথা জানান তিনি। তবে কাজ শেষ না হলে টাকা তুলতে পারবে না বলে প্যানেল চেয়ারম্যান জানান প্রকল্প সভাপতি এ ইউপি সদস্যকে। কপিলমুনি ইউপি একাধিক দূর্নীতি তথ্য প্রমাণ এ প্রতিনিধির হাতে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে