উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৮ পিএম
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার নেতৃবৃন্দ কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী রুহুল কুদ্দুছ, শ্রমিক নেতা আমীর হামজা খোকন স্বাস্থ্য কর্মকর্তাকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে সৌজন্য সাক্ষাৎকালে চিকিৎসা ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্য কর্মকর্তার হাসপাতালকে চিকিৎসা সেবায় নিবেদিত করে গড়ে তুলতে চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে