দশম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ভিডিও কলে আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. ওমর (২০) নামের এক যুবক আটক হয়েছে। সাতক্ষীরা ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টার (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর সহযোগিতায় সদর থানার পুলিশ কলেজ ছাত্র মোঃ ওমর (২০) কে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটক করে। আটক মো. ওমর (২০) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে-মাছখোলা এলাকার মৃত মো. জাহিদুল ইসলামের ছেলে। ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টার (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক জানান, শ্যামনগর উপজেলায় বাড়ি সাইবার বুলিংয়ের শিকার ওই মেয়ের মায়ের লিখিত অভিযোগের সত্যতার ভিত্তিতে ওমরকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগে মেয়ের মা বলেন, “ওমরের সাথে আমার মেয়ের গত এক মাস প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থাকাকালীন ওমর আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে ভিডিও কলের মাধ্যমে স্ক্রীন রেকর্ড করে রাখে। ওমরের সাথে আমার মেয়ের বনিবনা না হওয়ায় গত ৩১-০১-২০২৫ তারিখ অনুমানিক রাত ৯টায় বিবাদীর ব্যবহারিত ফেসবুক আইডি হতে আমার আমার মেয়ের ব্যবহারিত ফেসবুক আইডিতে বিবাদীর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রীন রেকর্ড করা ভিডিও পাঠায়। এছাড়া আমার নিকট আত্মীয় স্বজন ও আমার মেয়ের বন্ধু-বান্ধবদের কাছে পাঠাচ্ছে। এছাড়া উক্ত ভিডিওটি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করছে। ওমরের কাছে থাকা উক্ত ভিডিও দিয়ে আমার মেয়ের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে এই মর্মে আশংকা করছি।” এ ঘটনায় রোববার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টার (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক জানান। তিনি আরও জানানন, অভিযুক্ত যুবক আশাশুনি সরকারি কলেজের ছাত্র। তার কাছে একাধিক পর্নোগ্রাফি ছবি ও একাধিক মেয়েকে ম্যাসেজ করার তথ্য পাওয়া গেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, শ্যামনগর উপজেলায় বাড়ি ১০ম শ্রেণির ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের ঘটনায় সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম সদর থানা পুলিশের সহযোগিতায় মোঃ ওমর নামের এক কলেজ ছাত্রকে আটক করে। আটক ওমরের কাছ থেকে একাধিক ফেসবুক আইডি ও ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবি তার ফোন থেকে উদ্ধার করা হয়।