নবাবগঞ্জে সরস্বতী পূজা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৮ পিএম
নবাবগঞ্জে সরস্বতী পূজা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলায় যথাযথ আচার মেনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয় উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে এ পুজার অনুষ্ঠিত হয়। ঘন  কুয়াশার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ নানা বয়সের মানুষ সমবেত হতে থাকেন বিভিন্ন মন্দির এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী পূজা মণ্ডপে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা বলেন- অনেক শিশু আজকের দিনে মণ্ডপে গিয়ে শিক্ষা জীবনের হাতে খড়ি নেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের উন্নতি ও অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা জীবনের উন্নতি কামনা করে দেবীর কাছে বর প্রার্থনা করেন। পুষ্প অঞ্জলি গ্রহণ, প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে