আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৮ পিএম
আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত

আশাশুনি সরকারি কলেজ  সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্যাম্পাসে এ পূজার আয়োজন করা হয়। সরকারি কলেজ পূজা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন অধীকারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দিন। অন্যদের মধ্যে প্রভাষক স্বজল কুমার আঢ্য, রবিউল ইসলাম, আব্দুল মালেক, শ্রীদাম বিশ্বাস, নিত্যানন্দ ঢালী, সাবেক অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা শেষে প্রতীমা বিসর্জন দেওয়া হয়। এছাড়া আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা পালন করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে