ঝিনাইদহের শৈলকুপায় তাবাচ্ছুম (২) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।সোমবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কোনো এক সময় খেলার ছলে তাবাচ্ছুম বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। বিকালে ওই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে। পরে লোকজন শিশুটির লাশ ওপরে উঠিয়ে আনে এবং স্থানীয় হাটফাজিলপুর ক্যাম্পে ফোন দেয়। হাটফাজিলপুর ক্যাম্প ইনর্চাজ গৌরাঙ্গ হরি জানান, ঘটনা শোনার পর তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।