রংপুর নগরীর মেট্রোপলিটন তাজহাট থানা এলাকার তালুক ধর্মদাস মুসলিম পাড়ায় জমি দখলের চেষ্টা বাদিপক্ষকে মারপিট.ভাংচুর লাখ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা করা হয়েছে। মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেছেন মৃত ফজল উদ্দিনের ছেলে মো: আমিনুল ইসলাম। মামলায় আরিফ মিয়া সহ ১৪ জনকে আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, বাদী রড সিমেন্ট ব্যবসায়ী। পার্কের মোড়ে তার মেসার্স “এমএ ট্রেডার্স”নামক রড সিমেন্টের দোকান রয়েছে। বাদী বিগত ৩১/৮/২০০৯ তারিখে কবলা দলিল মূলে খরিদ সূত্রে জমি নিজ নামজারী করে খাজনাদি পরিশোধ করেন। খারিজ খতিয়ান নং ১৭৯৭। এবং বতমান রেকড খতিয়ান নং ২১০ নালিশী ৯০ শতক জমিতে টিনশেড ঘরবাড়ি নির্মাণ ও চাষাবাদ করে জমি দখলভোগ করছেন। উক্ত জমিতে বাদীর ভোগ দখলে বাধা বিগ্ন সৃষ্টি করার অপচেষ্টা করে বিবাদীরা । গত ১৭ জানুয়ারি ২০২৫ ইং নালিশী জমিতে অনধিকার প্রবেশ করে ২০লাখ টাকা বাদীর নিকট চাদা দাবী করে বিবাদিগং । টাকা দিলে আসামীরা বাদীকে নালিশী জমি ভোগ দখল করিতে দিবে। বাদি প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের আবাদীয় আলুক্ষেতের আলু নষ্ট করে ও চাষা বাদে বাধা দেয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এক পর্যায়ে বাদীর ঘড়়বাড়ি ও সীমানা প্রাচীর ভাংচুর করে। এতে আরও ৫ লাখ টাকার ক্ষতি হয়। প্রতিবাদ করলে আসামীরা এলোপাতারীভাবে মারডাং ও ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে বাদি প্রাণ ভয়ে চলে যান। এর পর আসামীগণ জোরপূর্বক চালাঘর উত্তোলন করে এবং টিনের বেড় দেয়। এবিষয়ে ন্যায় বিচারের প্রার্থনা করেছেন ও বাদী সহ পরিবারের নিরাপত্তা হীনতায় গভীর উগ্দবেগে দিনাতিপাত করছেন।