কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৯ পিএম
কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। 'সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অংগীকার' প্রতিপাদ্যকে সামনে রেখে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আয়োজনে আলোচনাসভা ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার বিকেলে জেলা সদরের মহিনন্দ নীলগঞ্জ সড়কের পাশে অবস্থিত পাঠাগার প্রাঙ্গণে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো:আজিজুল হক সুমন। প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ লাইন্স হাই স্কুলের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান , মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ আহমেদ রাফি ও শিক্ষার্থী রকি। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানা দিক নিয়ে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রধান করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ২০১১ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামীণ জনপদের জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। পাঠাগারটি জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে