রাজারহাটে দ্রুত আয়বৃদ্ধিমূলক ৪দিনব্যাপী প্রশিক্ষণ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৩ পিএম
রাজারহাটে দ্রুত আয়বৃদ্ধিমূলক ৪দিনব্যাপী প্রশিক্ষণ

কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিাবারের অভিভাবকদের দ্রুত আয় বৃদ্ধিমূলক বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষল অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে  বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার(১১ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজারহাট আরডিআরএস ফেডারেশন হলরুমে চাইল্ড নট ব্রাইট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এনআরকে টেলিখন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীয়তায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের টেকনিক্যাল অফিসার(সহি) মো. সোহেল রানা, ফিল্ড ফ্যাসিলিটেঁটর  মো. রেজাউল করিম, মোছা. নাসরিন ও শহিদুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে ৩৮জন উপকারভোগী কিশোরী অভিভাবক অংশগ্রহন করেন।