কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদটি শূন্য রয়েছে গত ২ মাস ধরে। এই পদ শূন্য থাকার কারণে জারইতলা ইউনিয়নে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার গত ২ মাসে কয়েক লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছেন। গত ২৩ অক্টোবর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ পারভেজ মিয়া ২০২৪ সনের ২০ শে অক্টোবর অবসরে যান। পরে দ্বিতীয় ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে সাফি উদ্দিন আহম্মেদ ২০২৪ সনের ৩০ ডিসেম্বর তিনিও অবসরে যান। যার ফলে এই এলাকার প্রায় ১০ হাজার নাগরিক সরকারি ভাবে খারিজ না করার কারণে তাদের ভূমি সাব-রেজিস্ট্রি অফিস থেকে ভূমি রেজিস্ট্রি করতে পারছেন না বলে এলাকার জনগণের অভিযোগ। এলাকার জনগণ বলেন, নাগরিক সেবা না পাওয়ায় তারা খুব বেকায়দায় আছেন। নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার এই বিষয়ে নাগরিকদেরকে কোন সুরাহা দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারকে একদল সাংবাদিক মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।