উজিরপুরের জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৫ পিএম
উজিরপুরের জয়শ্রী বাজারে  ভয়াবহ অগ্নিকান্ড

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ড বাজারে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর ও গৌরনদী উপজেলা ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে নয়টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। গৌরনদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, জয়শ্রী বাজারের ব্যবসায়ীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তিনি আরও জানান, আগুন নেভানোর পানির জোগান রাস্তার অপরপ্রান্তে হওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসিন্দা আকাশ সরদার জানান, অগ্নিকান্ডে একটি অটোরিক্সার ব্যাটারির দোকান, একটি মুদি দোকান, একটি রেন্ট এ কারের দোকান, একটি মোটর সাইকেলের গ্যারেজসহ নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিসের সদস্যরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে