নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে এবার আসীন হলেন নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী বিএনপি'র জনপ্রিয় নেতা প্রয়াত ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা এ্যাড. ফারজানা শারমিন পুতুল। এউপলক্ষে বিএনপির পক্ষ থেকে উপজেলার লালপুর, ঈশ্বরদী ,বিলমাড়ীয়া, ওয়ালিয়া সহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানাযায়, দলকে শক্তিশালী ও গতিশীল করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম সাবেক উপদেষ্টা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এর কন্যা এ্যাড. ফারজানা শারমিন পুতুলকে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ্যাড. ফারজানা শারমিন পুতুলকে বিষয়টি জানানো হয়েছে। পত্রে পুতুলকে আরো উল্লেখ করা হয়- দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনার চেষ্টা অব্যাহত থাকবে বলে দল আশা করে।
উল্লেখ্য - এ্যাড. ফারজানা শারমিন পুতুল অনেক আগ থেকেই বিএনপি সহ বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার মধ্যে অন্যতম- সদস্য - মিডিয়া সেল বিএনপি। সদস্য - স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি- বিএনপি। সদস্য - দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। সদস্য - মানবাধিকার কমিটি বিএনপি।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর নেতৃত্বে সোমবার রাত ৮টায় লালপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ নাটোর জেলা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ফারজানা সারমিন পুতুলকে লালপুর-বাগাতিপাড়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গত ২ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত সেই কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজকে ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করা হয়।