কটিয়াদীতে বিশেষ ভিজিএফ চাউল নিয়ে হট্টগোল, চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৪:৫৮ পিএম
কটিয়াদীতে বিশেষ ভিজিএফ চাউল নিয়ে হট্টগোল, চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন

কিশোরঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব মাঝে বিশেষ ভিজিএফ চাউল ওজনে কম দেওয়ায় গত শনিবার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা সমর্থক ও জনগণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত রবিবার পুনরায় এই ঘটনা নিয়ে আবার জনতার মাঝে ইউনিয়ন পরিষদের লোকজনের সঙ্গে আবারও হাতাহাতি হলে কয়েকজন আহত হয়। এরই জের হিসেবে গতকাল সোমবার সকাল ১১ টার দিকে করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি-উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরাফ  উদ্দিন লস্কর এর সমর্থক ও এলাকাবাসী বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লার বিরুদ্ধে মানবন্ধন কর্মসূচী পালন করেছে।  এসময় তারা বলেন, বর্তমান চেয়ারম্যান ঈদুল ফিতরের বিশেষ ভিজিএফ চাউল ১-২ কেজি কম দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় বক্তব্য রাখেন, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ, আবু বকর ছিদ্দিক দুলাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আরমান ভূইয়া। করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লাকে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে