খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এ মশাল মিছিল বের করেন।
মিছিলটি মঈনুল হায়দার ছাত্রাবাসের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে অ্যাকাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এরআগে ওইদিন রাত সাড়ে আটটার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।