চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন তামিম

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১১ পিএম : | আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৮ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন তামিম

লিটন দাসের সাথে অনেক পার্টনারশিপই গড়েছেন তানজিদ হাসান তামিম। তবে তবে বিপিএলের ২৪১ রানের পার্টনারশিপটা মনে রাখবেন আজীবন। যদিও এই পার্টনারশিপ গড়ার দিনে লিটন বাদ পড়েন ওয়ানডে দল থেকে, যা এখন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে লিটন যেন বাদ পড়ার জবাবই দিয়েছেন। তবে এ-ও সত্যি, বাদ পড়ার আগে ফর্মে ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের জায়গা নেবেন তানজিদ, তিনিও মানছেন ফর্ম পক্ষে না থাকলে বাদ পড়াই স্বাভাবিক। আর এ কথা সত্য সব ক্রিকেটারের ক্ষেত্রেই। তানজিদ তামিম বলেন, ‘ভালো না খেললে, বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। দাদা যেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলোতে অনেক ভালো করবেন।’ তবে লিটনকে নিয়ে ২৪১ রানের পার্টনারশিপ যে মুগ্ধ করেছে, তানজিদ তা আড়াল করেননি, ‘আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি উনার বড় একজন ভক্ত। উনার ব্যাটিং দেখাটাও একটা... অনেক উপভোগ করেছি। মানে কী বলব... শটগুলো সব চোখ জুড়ানো।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW