আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৫ (৬, ৭ ও ৮ ফাল্গুন ১৪৩১ বাংলা) তারিখে বরিশালের চরমোনাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাৎসরিক চরমোনাই মাহফিল। মাহফিলের সমাপনী মুনাজাত অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি (শনিবার) ফজরের নামাজের পর। মাহফিল উপলক্ষে যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে চাঁদপুর নৌ পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
চাঁদপুর স্টিমারঘাট থেকে মাহফিলে যোগদানের জন্য মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১:৩০ মিনিটে ঈগল-৮ লঞ্চ প্রায় ৭০০ মুসল্লি নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। একই দিন দুপুর ১২:০৫ মিনিটে জমজম-৭ লঞ্চ প্রায় ৬০০ মুসল্লি নিয়ে মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার , চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ, এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা স্টিমারঘাট ও লঞ্চঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।
এছাড়াও, লক্ষ্ণীপুরের মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মাহফিলে যোগ দিতে উক্ত ঘাট থেকে তিনটি লঞ্চ ও দুটি স্টিমার প্রায় ৯০০ মুসল্লি নিয়ে সকাল ১১:০০ থেকে দুপুর ১২:৩০টার মধ্যে বরিশালের চরমোনাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নৌ পুলিশ, চাঁদপুর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।