ঝিকরগাছায় কিশোরীর আত্মহত্যা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০২:১৪ পিএম
ঝিকরগাছায় কিশোরীর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছায় শনিবার (২২ মার্চ) ভোররাতে রোগ যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছে এক কিশোরী। সে নাভারন ইউনিয়নের বায়সা গ্রামের শফিকুল ইসলামের কন্যা বৈশাখী (১৪)। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বৈশাখী (১৪) পেটের অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পরও তার রোগের উপশম হয়নি। রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৈশাখী শনিবার (২২ মার্চ) ভোররাতে নিজের ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। মৃত বৈশাখী নাভারণ ইউনিয়নের বায়সা গ্রামের শফিকুল ইসলামের কন্যা। শনিবার ভোর রাতে সেহরি খেতে উঠে তাকে ডেকে তার সাড়া শব্দ পাওয়া যায় নি। এরপর বাড়ির লোকজন জানালা দিয়ে দেখে সে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। বাড়ির লোকজন দ্রুত ঘরের দরজা ভেঙে তাকে বের করে নিয়ে এসে দেখেন সে মারা গেছে। থানায় খবর দিলে ঝিকরগাছা থানার সহকারী ইন্সপেক্টর (এস আই) জিএম ইমরান হোসেন রাজু  সঙ্গীয় ফোর্স সহ ঘটনা-’লে যান এবং সুরতহাল প্রতিবেদন প্র-‘ত করেন। শনিবার দুপুরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে