দস্যুদের অস্ত্র-গুলি ও নারী সরবরাহের অভিযোগ ডিপো মালিকদের বিরুদ্ধে

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৩:২৭ পিএম
দস্যুদের অস্ত্র-গুলি ও নারী সরবরাহের অভিযোগ ডিপো মালিকদের বিরুদ্ধে

সুন্দরবন পশ্চিম বিভাগে বনদস্যুদের অস্ত্র-গুলি ও নারী সরবরাহে জড়িত থাকার অভিযোগ উঠেছে ডিপো মালিকদের বিরুদ্ধে। বনদস্যুরা ডিপো মালিকদের মাধ্যমে আদায় হয়ে থাকে মুক্তিপন ও চাঁদার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক পেশাজীবি জেলেদের সুত্রে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে থাকা অন্তত ৮/১০ টি ডিপো মালিকের বিরুদ্ধে বনদস্যুদের অস্ত্র-গুলি ও নারী সরবরাহের অভিযোগ আছে। দস্যুদের বাজারসহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে আসছে এই ডিপো মালিকরা। এদের মধ্যে উল্লেখযোগ্য কালাবগীর শাহাজান মোল্যা, আইয়ুব মোল্যা, মোহাম্মাদ আলী, খোকন শেখ, কামাল সরদার, ইমান ও হোসেন সানা, মিঠু, আসলাম বাবু ওরফে কেটে বাবু ও হানিফ মোল্যা। ডিপো মালিকদের বাইরে দস্যুদের সোর্স হিসাবে চাঁদা আদায়, অস্ত্র-গুলি ও নারী সরবরাহের কাজে জড়িত হিসাবে যাদের নাম শোনা যায় আসাদুল শিকারী, বাবু গাজী, বিল্লাল গাজী। নির্ভরযোগ্য একটি সুত্র জানায়, সম্প্রতি কালাবগীর ৩ ডিপো মালিক সাতক্ষিরা হতে অস্ত্র নিয়ে এসে শরীফের কাছে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে। ওই অস্ত্র দস্যুতা বৃত্তির কাজে ব্যবহ্নত হচ্ছে এমন দাবী জেলে বাওয়ালীদের। অপরদিকে উল্লেখিত ডিপো মালিকরা বনদস্যুদের মনোরঞ্জনে ৪টি মেয়ে সরবরাহ করে। জানা যায় সুন্দরবনের মুচির দোয়ানী, শরবতখালী ও কালাবগীর আগার ভদ্রায় থাকা পৃথক ৩টি টোং ঘরে মেয়ে নিয়ে ফুর্তি করে দস্যুরা।

অনুসন্ধানে নারী ঘটিত এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কালাবগীর জেলে ফয়েজ আলীর সাথে পেশা সুত্রে সংখ্যতা গড়ে ওঠে বনদস্যু শরীফের। সেই সম্পর্কের সুত্রে ফয়েজ আলীর স্ত্রীর সাথে মোবাইলের মাধ্যমে পরকীয়া সম্পর্ক গড়ে বনদস্যু শরীফ। ঘটনার এক পর্যায়ে ফয়েজ আলী নিজেই তাদের দু’জনের ফোনালাপ শুনে জানতে পারে তার স্ত্রীর পরামর্শে বনদস্যু শরীফ পথের কাটা সরাতে তাঁকে হত্যার পরিকল্পনা করছে। এ ঘটনায় সৃষ্ট পারিবারিক অশান্তিতে স্ত্রী প্রথমে পিতার বাড়ী হয়ে পরে দস্যু শরীফের কাছে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার দাকোপ সার্কেল মোঃ মফিজুর রহমান বলেন, ডিপো মালিকদের সংশ্লিষ্টতার বিষয়টি জানা নেই। তবে বনদস্যু দমনে পুলিশ বা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কার্যক্রম চলমান আছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে