দেশের মানুষ সংস্কার বোঝে না তারা চায় নির্বাচন: সোবহান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৬ পিএম
দেশের মানুষ সংস্কার বোঝে না  তারা চায় নির্বাচন: সোবহান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা শান্তি, সুশাসন ও নির্বাচন চায়। দেশে যতো দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততো দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে বুধবার জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস সোবহান আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার কোন বিকল্প নেই। অর্ন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে আবদুস সোবহান বলেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়। তাই তাদের নিয়ে যদি কারো ক্ষমতায় থাকার খায়েশ থাকে, তাহলে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ আপনাদের রায় দিলে আমরা সেটা মেনে নিবো। এরপূর্বে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর তুলাতলা বাজারে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, পৌর বিএনপি নেতা মো. জামাল হাওলাদার, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদারসহ অন্যান্যরা। সবশষে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে