চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে জন্ম নিবন্ধন সনদ ও এনআইডি কার্ডসহ বিভিন্ন জরুরী কাগজপত্র জালিয়াতির অপরাধে ওসমান মোবাইল দোকান মালিক মো: ওসমান(৫০)কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে দোহাজারী পৌরসভা কার্যালয় সংলগ্ন সিটি সেন্টারে এ ঘটনাটি ঘটে। এ সময় দোকানটি সিল করে এবং প্রিন্টার ও কম্পিউটার জব্দ করা হয়। চন্দনাইশ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত দোহাজারী পৌর মেয়র ডিপ্লোম্যাসি চাকমার নেতৃত্বে অভিযানে পৌরকর্মচারী জাহাঙ্গীর আলম ও এসআই সুজনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। আটককৃত দোকান মালিক ওসমান উক্ত পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ হাছনদন্ডী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে এসি ল্যান্ড ও ভারপ্রাপ্ত মেয়র ডিপ্লোম্যাসি চাকমা জানান উ্ক্ত দোকানে অভিযান চালিয়ে জালিয়াতি কাগজপত্র পাওয়া গেছে বিধায় মালিককে আটক, মালামাল জব্দ ও দোকান সিল করা হয়েছে।