নোয়াখালী পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তা পাবলিক স্কুলের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার
উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম,
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান,
তিনি বলেন পড়ালেখায় সাথে সাথে ক্রীড়াঙ্গনে ভালো করলে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির মুখ উজ্জল হবে, এই ব্যাপারে সকল স্কুলকে ক্রীড়ার দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন।
স্কুলের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক অর্পনা রাণী কুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি দেলোয়ার হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্ত প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন নির্বাহী অফিসার।