প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাঘিনীরা

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১১ পিএম : | আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৮ পিএম
প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাঘিনীরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১১৩ রান করলে সেটা তাড়া করতে গিয়েও ১১৩ তেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংলিশদের হয়ে বোলিং করতে আসে টিলি কর্টিন কোলেম্যান। সাদিয়া আক্তার একটি ছক্কা হাঁকালে এবং বাকি বল গুলোতে ১ রান করে নিলে সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। ১২ রান তাড়া করতে নেমে হাবিবা ইসলাম পিংকির বলে ৯ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। প্রথম দুই বলে সিঙ্গেল তৃতীয় বলে আউট হলে চাপে পড়ে ইংল্যান্ড। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার হলে নিতে পারে ২ রান। ফলে বাংলাদেশের কাছ ২ রানে ম্যাচ হারে ইংল্যান্ড। এদিকে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন প্রিসা থানাওয়ালা। টিলি কর্টিন করেন ২৩ রান। আমু সুরেনকুমার খেলেন ১৬ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩ টি উইকেট নেন আনিশা আক্তার সোবা। ২ টি উইকেট নেন ফাহমিদা ছোঁয়া। ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন জুয়াইরা ফেরদৌস ও সাদিয়া আক্তার। সাদিয়া ইসলাম করেন ১৬ রান। জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিল। হাতে উইকেটও ছিল ১টি। তবে শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে। ইংলিশদের পক্ষে ফোয়েব ব্রেট নেন ৩ টি উইকেট। ২ টি উইকেট নেন ডাভিনা পেরিন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW