পিরোজপুরে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪১ পিএম
পিরোজপুরে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা সমাবেশ বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসারের বরিশাল রেঞ্জ কমান্ডার মো: আসাদুজ্জামান গনি। বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে তিনি তার বক্তব্যে বরেন, দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ। তারা বিভিন্ন আথর্-সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: ইসমাইল হোসেন, পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সনদ চাকমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সমাবেশে ১৪ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে