ভারতের ব্যাটিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পিটারসেন

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৬ পিএম : | আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৮ পিএম
ভারতের ব্যাটিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পিটারসেন

সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যর্থ হয়েছে ভারত। যার পেছনে বড় দায় ছিল ব্যাটিংয়ের। এ নিয়ে এবার ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিসিআই।  ভারতের ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন। ভারতের কোচিং স্টাফে একজন ব্যাটিং কোচ যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখছে বিসিসিআই। বিষয়টি নিয়ে এক্স-এ পোস্ট করেন সামাজিক মাধ্যমে ক্রিকেটের বিভিন্ন তথ্য তুলে ধরা ভারতের মুফাদাল ভোহরা। পরদিন সেখানে পিটারসেন লেখেন, ‘অ্যাভেইলেবল।’ বর্তমান ভারতীয় কোচিং স্টাফে কোনো নির্দিষ্ট ব্যাটিং কোচ নেই। প্রধান কোচ গম্ভীর তার কোচিং স্টাফে কোনো অফিসিয়াল ব্যাটিং কোচ না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পরিবর্তে দুজন সহকারী কোচ হিসেবে বেছে নেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডেসকাটকে। খেলোয়াড়ি জীবনে এই দুইজনই দক্ষ ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ব্যাটিং কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে নায়ারের। গম্ভীরের কোচিং স্টাফে বোলিং কোচ হিসেবে আছেন মরনে মরকেল আর ফিল্ডিং কোচ টি দিলিপ। ৪৪ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে কোন কোচিংয়ের অভিজ্ঞতা নেই। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটি-২০ তে  ধারাভাষ্যকার ও সঞ্চালক হিসেবে কাজ করছেন। আইপিএলে নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন সাবেক এই তারকা। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন পিটারসেন। ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে আট হাজারের বেশি রান করেছেন তিনি। দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরি করেছেন পিটারসেন। ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে তার রান প্রায় সাড়ে চার হাজার। ৩৭ টি-টোয়েন্টিতে ১৪১.৫১ স্ট্রাইক রেটে রান ১ হাজার ১৭৬।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW