হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্টের অভিযানে পুলিশ শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগরের অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভঅপতি মৃত করিম হোসেনের ছেলে আল আমিন (৩৬), উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক একই গ্রামের কদর আলীর ছেলে শাহজাহান মোল্লা (৪০) ও চৌমুহনী ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আলাবক্সপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী নেওয়াজ মিয়া(৪৫)কে গ্রেফতার করেন। পুলিশ জানান তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া ৪ আগষ্ট মাধবপুরে বৈষম্য বিরুদ্ধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা, মারধোর, ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত । শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কোটে প্রেরন করা হয়েছে।