মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৯ পিএম
মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২

নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে দুজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনায় আলমগীর হোসেন নামের একব্যক্তি বাদি হয়ে মঙ্গলবার রাতে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিলউথরাইল গ্রামের সাবেক ইউপি সদস্য সাহাবুর গাইন গংদের সঙ্গে একই এলাকার সোলাইমান গাইনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ চলে আসছিল। জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি রাতে প্রসাদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন সোলাইমান গাইন ও তার ছেলে পল্লী চিকিৎসক সোহরাব হোসেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার অভিযোগকারী আলমগীর হোসেন বলেন, প্রসাদপুর বাজারে ভাতিজির বিয়ের কেনাকাটা করে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আমার বাবা সোলাইমান গাইন ও বড়ভাই সোহরাব হোসেন। তারা বিলউথরাইল গ্রামের নাফের গাইনের বাড়ির কাছে পৌঁছলে প্রতিপক্ষের সাহাবুর গাইনের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করা হয়। এসময় তাদের কাছে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সাহাবুর গাইন বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আমি এলাকাছাড়া রয়েছি। এ কারণে সোলাইমান গাইন ও তার ছেলে সোহরাব হোসেনের ওপর হামলা ও লুটপাটের সঙ্গে আমার জড়িত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে অযথায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে