রহনপুর পিএম কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৪:৪৬ পিএম
রহনপুর পিএম কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় কলেজ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।  কলেজ অধ্যক্ষ মুঃ ইমতিয়াজ মাশরুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইসিটি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক আবু রায়হানের সঞ্চালনায় ১৯৭১ সালের রণাঙ্গনের স্মৃতিচারণ ও পাক হানাদার বাহিনী কর্তৃক জঘন্যতম গণহত্যা বিষয় তুলে ধরে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজিমউদ্দীন সরকার হীরা ও আব্দুল হামিদসহ অন্যরা। পরে ওই সময় গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে