রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে শ্যালকের কোপে দুলাভাই নিহত

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০১:৫৪ পিএম : | আপডেট: ২২ মার্চ, ২০২৫, ০১:৫৪ পিএম
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে শ্যালকের কোপে দুলাভাই নিহত

রাজশাহী নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি মাপজোখের সময় রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মারামারি শুরু হয়। এক পর্যায়ে হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টু। এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম। এখনই ঘটনা শুনলাম। শুনেই আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে