রাবিতে নানা আয়োজনে শহীদ শামসুজ্জোহা দিবস পালিত

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৮ পিএম
রাবিতে নানা আয়োজনে শহীদ শামসুজ্জোহা দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ ড. শামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেনীর মানুষ। সকালে ৯ টায় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় কবরের পাশে দেখা যায় শহীদ ড.শামসুজ্জোহার কণ্যা সাবিনা জোহা খানকে।পরে শিক্ষক শিক্ষার্থী,বিভিন্ন হল,ইনস্টিটিউট,বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।সকালে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী জোহা স্মারক বক্তৃতা সহ নানা আয়োজন রাখা হয়েছে।বাবার কবরে ফুল দিয়ে ড.জোহার কণ্যা সাবিনা জোহা খান সাংবাদিকদের জানান,৫ যুগ পরেও শিক্ষার্থীরা বাবাকে ধারণ করে এর চেয়ে বেশি কিঠু চাওয়া পাওয়া নেই।এটি সন্তানের জন্য গর্বের বিষয় বলেও জানান তিনি। দিবসটিকে জাতিয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার দাবিতে সকলকে এক হয়ে এই দাবি তুলতে বললেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সালেহ হাসান নকীব বলেন, যেখানেই অপশাসন,নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন সেখানেই ড.জোহার নাম এসেছে। গত জুলাই আন্দোলনেও রংপুরের শহীদ আবু সাইদ জোহা স্যারকে স্বরণ করেছিলেন। অথচ দিবসটি এখনও জাতীয় ভাবে স্বিকৃতি পায়নি।দিবসটি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতি পেতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলা হবে।৬৯ এর গন অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান ফটকের কাছে বিক্ষোভবের শিক্ষার্থীদের পাকিস্তানী সেনাবাহীনীর হাত থেকে রক্ষা করতে ড.জোহা নিজের বুক পেতে দিয়েছিলেন।সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এই শিক্ষক।একই ভাবে রংপুরের শিক্ষার্থী শহীদ অবু সাইদ অন্য শিক্ষার্থীদের বাঁচাতে ২০২৩ সালের জুলাই মাসে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে