ফসলি জমির মাটি কাটায়

সরাইলে যুবদল নেতার ১ লাখ টাকা জরিমানা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৯ পিএম
সরাইলে যুবদল নেতার ১ লাখ টাকা জরিমানা

ফসলি জমির মাটি কাটার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদল নেতা মো. জাকির হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  বুধবার সকালে উপজেলার শাহবাজপুর তিতাস নদীর পাড়ের হাওরে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবদলের সদস্য সচিবকে প্রথমে আটক ও পরে জরিমানা করেছেন। যুবদল নেতা বলছেন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মাটি কাটছেন।

এসিল্যান্ডের কার্যালয় সূত্র জানায়, ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ পেয়ে গতকাল শাহবাজপুর এলাকার ওই হাওরে অভিযান চালিয়ে যুবদল নেতা জাকির হোসেনের বেকু আটক করেন সহকারি কমিশনার ( ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান। পরে আটক করে ফেলেন বেকুর মালিক যুবদল নেতা জাকিরকে। তিনি মাটি কাটার কথা স্বীকার করে বলেন কর্তৃপক্ষের সাথে কথা বলেই মাটি কাটছি। ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান জাকির হোসেনকে ১ লাখ টাকা জরিমান করেন।

অর্থদন্ডের ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ায় জাকির হোসেনকে ছেড়ে দেয়া হয়েছে। সরাইল উপজেলা যুবদলের আহনায়ক মো. আবু সুফিয়ান সিদ্দিক বলেন, জাকির হোসেন ইউপি যুবদলের সদস্য সচিব। বিষয়টি জেনেছি। দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে দলের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করব।  ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার ( ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, ফসলি জমির মাটি বা টপসয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। আমাদের এই ধরণের অভিযাম অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে