২২ ফেব্রুয়ারি চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৯ পিএম
২২ ফেব্রুয়ারি চাটমোহর  ব্যবসায়ী সমিতির নির্বাচন

আগামী শনিবার চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সমিতির সদস্য হিসেবে মোট ভোটার ১ হাজার ২৫৯ জন। রয়েছেন মহিলা ভোটারও। নানা অভিযোগ,আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে এবারের নির্বাচন। ঘটেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এবারের নির্বাচনে ১২টি পদের মধ্যে দু’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি পদে লড়ছেন মোট ২১জন প্রার্থী-এমন তথ্যই জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান এম এ জিন্নাহ। 

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমান বিদ্যুৎ (আনারস) ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (দোয়াত-কলম)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু  দেয়াল ঘড়ি) ও সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সদ্য নির্বাচনে পরাজিত সাংগঠনিক সম্পাদক আঃ মুতালিব প্রাং  (মোরগ)। এছাড়া সহ-সভাপতি পদে ২ জন,সহ-সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ২ জন,অর্থ সম্পাদক পদে ৩ জন,বানিজ্যিক সম্পাদক পদে ২ জন,প্রচার সম্পাদক পদে ২জন ও কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। 

ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন রকম রকম প্রতিশ্রুতি। কেউ চাইছেন নতুন নেতৃত্ব,আবার কেউ পুরাতন নেতৃত্বেই আস্থা রাখছেন। চলছে নানা বিশ্লেষন। এই নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সচল অনেকে। কেউ আবার পুরাতন কমিটির নানা অসামঞ্জস্যতা তুলে ধরে বলছেন নানা কথা। সবমিলিয়ে প্রচারণা এখন তুঙ্গে।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে