রায়েরবাজার কবরস্থান

১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ এএম
১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি
ছবি, সংগৃহিত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানিয়েছেন, “রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জন জুলাই শহীদের মরদেহ উত্তোলন করা হবে।”

রোববার সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণ নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, “আনুমানিক ১১৪ জনের মৃতদেহ উত্তোলন করা হবে। তবে প্রকৃত সংখ্যা উত্তোলনের পর জানা যাবে। আন্তর্জাতিক প্রোটকল অনুয়ায়ী কাজ সম্পন্ন করা হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন সিআইডিকে সহযোগিতা করছে।”

এখন পর্যন্ত দশজন শহীদের স্বজনরা আবেদন করেছেন। সিআইডিতে যোগাযোগ করলে আমরা ডিএনএ পরীক্ষা করবো-উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে