পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৪ পিএম
পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

পুলিশ পরিচয় দিয়ে একটি জুয়েলারি দোকানে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পুলিশ পরিচয়ে লুট করে নিয়ে গেছে স্বর্ণেরগহনা ও রূপা। সোমবার ভোর ৪ টার দিকে শৈলকুপা উপজেলা শহরের থানা রোড়ে এ ঘটনা ঘটে।রাত ৪ টার দিকে থানা রোডের ভাই ভাই জুয়েলার্সে একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে নাইট গার্ডকে আটক করে। পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে কানের দুল, চেইন, আংটি, টিকলিসহ বিভিন্ন তৈরী গহনা লুট করে। ডাকাতরার ১৫ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রূপার গহনা লুট করেছে বলে দাবি দোকান মালিক উজ্জল সরকারের। যাওয়ার সময় নাইট গার্ড আব্দুর রশিদকে চোক মুখবেঁধে তুলে নিয়ে যায়। পরে সকালের দিকে ফরিদপুরের মধুখালী এলাকায় মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে এতে তাকে মুক্ত করলে সেখান থেকে ফিরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল বলেন, একযোগে জেলার ছয় থানার ওসি বদলি হওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

আপনার জেলার সংবাদ পড়তে