অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৩১ পিএম : | আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৮:১২ পিএম
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা প্রয়োজন।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত শহীদ আসাদের ৫৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তবে আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয়ে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই অন্তর্বর্তী সরকার তাদের ভূমিকা পালনে নিরপেক্ষ হোক এবং জনগণের প্রত্যাশা পূরণ করুক।’’  

তিনি বলেন, ‘‘গত ১৫ বছর ধরে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত। একটি গণতান্ত্রিক পথ সৃষ্টির জন্য দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচন শুধু ক্ষমতা দখলের মাধ্যম নয়, এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরির পথ।’’  

মির্জা ফখরুল আরও বলেন, ‘‘যদি নির্বাচন নিয়ে দেরি হয় বা বিষয়টিকে বিতর্কিত করা হয়, তবে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে এবং অন্য অগণতান্ত্রিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে।’’  

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা বেড়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা নিশ্চিত নই যে অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তবে আমরা চাই তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক।’’  

শহীদ আসাদ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘‘ঊনসত্তরের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আসাদ একটি প্রেরণার নাম। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ আসাদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।’’  

মির্জা ফখরুল বলেন, ‘‘প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি রয়েছে। তবে একটি বিষয়ে সবাই একমত, তা হলো সুষ্ঠু নির্বাচন। এটি শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জরুরি।’’  

শহীদ আসাদ পরিষদের সভাপতি ড. মাহবুবউল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে